শুভেন্দুকে শর্তাধীনে মহেশতলায় যাওয়ার অনুমতি হাই কোর্টের

কলকাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তাধীনে মহেশতলায় যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাই কোর্টের অনুমতির পর মঙ্গলবার ওই এলাকায় যাওয়ার কথা শুভেন্দুবাবুর।

হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, মহেশতলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে যেতে পারবেন আরও দু’জন। তবে কোনও মিছিল করা যাবে না। বিতর্কিত মন্তব্যও করা যাবে না বলেই সাফ জানিয়েছেন বিচারপতি। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে হয় মামলার শুনানি। তাঁকে শুভেন্দুবাবুর আইনজীবী সূর্যনীল দাস জানান, পুলিশ সুপারের কাছে অনুমতি চাওয়া হয়। তবে অনুমতি দেয়নি পুলিশ। পরিবর্তে বলা হয়, ওই এলাকায় সোমবার পর্যন্ত বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। মঙ্গলবার তা উঠে যাবে। তা সত্ত্বেও বিরোধী দলনেতাকে ওই এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

সেকথা শুনে রাজ্যের আইনজীবীকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, “যদি অনুমতি আদালত দেয় কী আশঙ্কা করছেন?” উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, “যেখানেই কোনও অশান্তির ঘটনা বিরোধী দলনেতা কেন সেখানে যেতে চান? উনি আদালতে আসলেন কেন? নিজেই চলে যেতে পারতেন।” আবার রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আদালতকে রাজনৈতিক কারণে ব্যবহৃত হতে দেবেন না।”

বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, “বিরোধী দলনেতাকে যদি আটকে দেন তাহলে সাধারণ মানুষের কী হবে?” এরপর বিরোধী দলনেতাকে শর্তসাপেক্ষে মহেশতলায় যাওয়ার অনুমতি দেন বিচারপতি। মঙ্গলবার সেখানে যাওয়ার কথা শুভেন্দুবাবুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − seven =