শ্রীহরিকোটা : অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রীহরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে বোমা হামলার হুমকি। রবিবার গভীর রাতে তামিলনাড়ুর কমান্ড কন্ট্রোল সেন্টারে একটি ফোন আসে এই বিষয়ে।
এরপর শ্রীহরিকোটার নিরাপত্তা রক্ষীদের সতর্ক করা হয়। জানানো হয়, জঙ্গিরা সমুদ্র দিয়ে অনুপ্রবেশ করে মহাকাশ কেন্দ্রে বোমা হামলার হুমকি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালেও কেন্দ্রের চারপাশে তল্লাশি অভিযান শুরু হয়।
উপকূলরক্ষী বাহিনীও সমুদ্র পথে তল্লাশি অভিযান শুরু করে। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়েছে।