আহমেদাবাদ : আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে সোমবারও ভোর থেকেই স্বজনহারাদের ভিড় হাসপাতাল চত্বরে। একে একে কফিনবন্দি দেহ তুলে দেওয়া হচ্ছে পরিবারের সদস্যদের হাতে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ৮৭টি মরদেহ ডিএনএ পরীক্ষার পরে চিহ্নিত করা গিয়েছে। এর মধ্যে ৪৭ জনের দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
হাসপাতালে সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত ৮৭ জনের ডিএনএ চূড়ান্ত শনাক্তকরণ করা হয়েছে। এখনও পর্যন্ত ৪৭টি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত সিভিল সুপারিনটেনডেন্ট রজনীশ প্যাটেল বলেন, কয়েকজন নিহতের পরিবার ইতিমধ্যেই এখানে উপস্থিত রয়েছেন, অন্যরাও আসছেন। কিছু পরিবার এখনও আসেনি। আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য তাদের কিছুজনের সঙ্গে আলোচনা চলছে।