নয়াদিল্লি : ফের অসুস্থ হলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। রবিবার তাঁকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পেটের সমস্যার কারণে তাঁকে গ্যাস্ট্রো বিভাগে ভর্তি করানো হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
এর আগে, ৭ জুন শিমলায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কংগ্রেসনেত্রী সোনিয়া। সেই সময়েও তড়িঘড়ি তাঁকে ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। উল্লেখ্য, চলতি বছরে ফেব্রুয়ারি মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া গান্ধী। সেবারেও পেটের সমস্যা দেখা দিয়েছিল তাঁর। সেই সময়েও স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।