জনগণনার বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

নয়াদিল্লি : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল। সোমবার জনগণনার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল কেন্দ্র। এর ফলে কেন্দ্রের সিদ্ধান্তে আনুষ্ঠানিক সিলমোহর পড়ল। সোমবার ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং জনশুমারি কমিশনার (আরজিসিসিআই) মৃত্যুঞ্জয়কুমার নারায়ণের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এদিন সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৭ সালের জনগণনা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

২০১১ সালে ভারতে শেষ বারের মতো জনগণনা হয়েছিল। তার পরবর্তী সময়ে কোভিডের কারণে তা পিছিয়ে যায়। রবিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন এবং কেন্দ্রের শীর্ষ কর্তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিনের বিজ্ঞপ্তিতে জনগণনা সংক্রান্ত যে দিনটি প্রকাশ করা হয়েছে সেটি হল ২০২৭ সালের ১ মার্চ। তবে লাদাখ, জম্মু-কাশ্মীরের মতো কিছু কেন্দ্রশাসিত অঞ্চল এবং হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকা যেখানে অতিরিক্ত তুষারপাত হয়, সেই সব এলাকার জন্য ২০২৬ সালের ১ অক্টোবরের মধ্যরাতের সময় নির্ধারিত করা হয়েছে। দেশে এ বারই প্রথম জনগণনায় জাতিগত তথ্য সংগ্রহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =