বিরাট-শুভমনদের মাঝে লখনউ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারের একটি দল নিশ্চিত। শীর্ষ দুইয়ে থাকছে পঞ্জাব কিংস। তাদের বর্তমান হোমগ্রাউন্ড জয়পুরে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে টপ টু নিশ্চিত করেছে তারা। এ বার আসল হোমগ্রাউন্ড মুল্লানপুরে প্রথম কোয়ালিফায়ারে নামবে পঞ্জাব কিংস। কিন্তু সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি গুজরাট টাইটান্স, নিশ্চিত নয়। আজ লখনউতে মুখোমুখি হতে চলেছে সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স। লখনউ প্লে-অফের দৌড় থেকে আগেই বিদায় নিয়েছে। তবে টপ টু ফিনিশের ক্ষেত্রে আরসিবি ও টাইটান্সের মাঝে দাঁড়িয়ে লখনউ।

লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দু-দলের কাছেই স্বস্তির খবর। এক ম্যাচের নির্বাসন কাটিয়ে ফিরছেন দিগ্বেশ রাঠি। লখনউ শিবিরে এবারের সবচেয়ে ধারাবাহিক বোলার। দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু নোটবুক সেলিব্রেশন এবং সানরাইজার্স ম্যাচে অভিষেকের কথা কাটাকাটিতে জড়িয়ে এক ম্যাচ নির্বাসনের শাস্তির মুখে পড়েছিলেন দিগ্বেশ। আজ আরসিবির বিরুদ্ধে ফিরছেন।

অন্যদিকে, আরসিবি শিবিরে বিরাট খবর জশ হ্যাজলউডের কামব্যাক। আইপিএল স্থগিতের আগেই কাঁধের চোটে খেলতে পারেননি জশ। এরপর দেশের ফেরেন এই অজি পেসার। তিনি আর ফিরবেন না, এমনটাই শোনা যাচ্ছিল। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডেও রয়েছেন। ফলে এই ধোঁয়াশা অমূলক ছিল না। তবে জশ ফিরেছেন, টিমের সঙ্গে প্র্যাক্টিসও করেছেন। আরসিবি বোলিংয়ের শক্তি অনেকটা বাড়ল এ বিষয়ে সন্দেহ নেই। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =