পঞ্চকুলা : রোমহর্ষক এক ঘটনা ঘটলো হরিয়ানার পঞ্চকুলায়। দেহরাদূনের বাসিন্দা একই পরিবারের ৭ সদস্যের দেহ উদ্ধার হল একটি গাড়ি থেকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাঁরা আত্মঘাতী হয়েছেন। সোমবার মধ্যরাতে পঞ্চকুলার ২৭ নম্বর সেক্টরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে ৭ জনের নিথর দেহ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, একটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল গাড়িটি, সেই গাড়ির ভিতর থেকে ৭ জনের দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পরিবারের আত্মহত্যার বিষয়টি জোরালোভাবে অনুমান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঋণ পরিশোধ না করার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সূত্র অনুসারে, দেহরাদূনের বাসিন্দা প্রবীণ মিত্তল সোমবার তাঁর পরিবারের সঙ্গে বাগেশ্বর ধামে আয়োজিত হনুমান কথা অনুষ্ঠানে যোগ দিতে পঞ্চকুলায় এসেছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর, তাঁরা দেহরাদূনে ফিরে যাওয়ার সময় আত্মহত্যার মতো কঠোর পদক্ষেপ নেন বলে মনে করা হচ্ছে। নিহতদের পরিচয় জানা গেছে, ৪২ বছর বয়সী প্রবীণ মিত্তল, যিনি দেহরাদূনের বাসিন্দা, তাঁর বাবা-মা, স্ত্রী এবং তাঁদের তিন সন্তান – দুই মেয়ে এবং এক ছেলে।
পঞ্চকুলার ডিসিপি হিমাদ্রি কৌশিক বলেন, “আমরা খবর পেয়েছি, ৬ জনকে ওজস হাসপাতালে আনা হয়। আমরা যখন পৌঁছই, তখন জানতে পারি যে তারা সবাই মৃত। আরেকজনকে সেক্টর ৬-এর সিভিল হাসপাতালে আনা হয়েছিল; তাকেও মৃত ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। নিহতরা সকলেই একই পরিবারের সদস্য।”