কাঁথি : পূর্ব মেদিনীপুর জেলায় ১১৬ বি জাতীয় সড়কে লরি ও অটোর সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন। ঘাতক লরিটির চালক ও খালাসি পলাতক। মৃতদের নাম – সেখ জাহাঙ্গীর আলি, হুমেরা খাতুন, আফসানা বিবি, মুনমুন খাতুন ও সেখ মোতি। নন্দকুমারগামী একটি অটোকে পিছন দিক থেকে ধাক্কা মারে লরিটি। দুর্ঘটনা ঘটে ১১৬ বি জাতীয় সড়কের উপর ইড়িনঞ্চি ব্রিজের কাছে।
রাস্তার উপরেই অটোটি উল্টে যায়। অটোতে মোট আট জন যাত্রী ছিলেন। লরিটি ধাক্কা মারলে ছিটকে পড়েন অনেকেই। আহতদের দ্রুত তমলুক হাসপাতালে ভর্তি করা হয়। মৃত পাঁচজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক লরিটিকে খেজুরি থানার অন্তর্গত হেঁড়িয়া তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। লরির চালক ও খালাসির খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।
খেজুরি থানার ওসি পলয় চন্দ জানিয়েছেন, বুধবার রাতে দুর্ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি গুরুতর আহত অবস্থায় তিন জনকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। সকলেই দিল্লিতে কর্মরত অবস্থায় ছিলেন। গতকালই তাঁরা বাড়ি ফিরছিলেন। সেই সময়েই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িচালক ও খালাসির তল্লাশি শুরু করা হয়েছে।