চন্দননগর : ট্যাংরা ও কসবা কাণ্ডের ছায়া এ বার হুগলি জেলার চন্দননগরে। একই পরিবারের ৩ সদস্যের রহস্যমৃত্যুতে শোরগোল ছড়িয়েছে।
মৃতদের নাম বাবলু ঘোষ (৬২), প্রতিমা ঘোষ (৪৬) এবং পৌষালি ঘোষ (১৩)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে কলুপুকুর গরেরধার এলাকায় নিজেদের বাড়ি থেকেই উদ্ধার হয় এই তিন জনের দেহ।
প্রতিবেশীরা খবর দেয় চন্দননগর থানায়। পুলিশ রাত দু’টোর পরে মৃতদের দেহ উদ্ধার করে এবং চন্দননগর হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।