দিন কয়েক আগেই মেরামতির জন্য বন্ধ ছিল তারাতলা উড়ালপুল। সেই মেরামতির পরও উড়ালপুলে দেখা গেল বড় গর্ত।সে কারণে রবিবার সকাল থেকে বন্ধ হয়ে গেল এই উড়ালপুলের একটি লেন।
রবিবার ভোরে তারাতলা উড়ালপুলের (Taratala Flyover) দক্ষিণমুখী লেনে একটি বড় গর্ত নজরে আসে। তারপরই তড়িঘড়ি ওই লেনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মেরামতির পরেও উড়ালপুলের মাঝে এমন গর্ত দেখা দেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
উড়ালপুলের মাঝেরহাট থেকে বেহালাগামী রাস্তা গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে। খবর গেছে পূর্ত দফতরের। এখন মাঝেরহাট থেকে তরতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে যান চলাচল করছে।
উল্লেখ্য, এপ্রিল মাসের শেষের দিকে প্রায় দেড় দিন বন্ধ রাখা হয়েছিল তারাতলা উড়ালপুল। ব্রিজের মাঝে ফাটল দেখা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় পূর্ত দফতর উড়ালপুলের বিভিন্ন জয়েন্ট সংস্কারের কাজ করে।