পাটনা : দল ও পরিবার থেকে ত্যাজ্য হওয়ার পর অবশেষে রবিবার মুখ খুলেছেন লালুর জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপ যাদব। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার প্রিয় মা ও বাবা, আমার গোটা পৃথিবীটাই তোমাদের দু’জনকে কেন্দ্র করে।
তোমাদের আদেশ আমার কাছে ঈশ্বরের থেকেও বড়। তোমরা থাকলে আমার কাছে সব কিছু আছে। আমি শুধু তোমাদের বিশ্বাস ও ভালোবাসাই চাই, আর কিছু নয়। বাবা তুমি যদি না থাকতে তবে এই দল থাকত না। শুধু তা-ই নয়, জয়চাঁদের মতো লোভী কিছু মানুষ, যাঁরা আমার সঙ্গেই রাজনীতি করেছেন, তাঁদেরও ঠাঁই হত না।’
তেজপ্রতাপের এই বক্তব্যে এখনও পর্যন্ত কিছুই জানাননি লালুপ্রসাদ। তেজপ্রতাপ নিজের বক্তব্যে ‘জয়চাঁদ’ বলতে বিশ্বাসঘাতকের কথা বলেছেন। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে যাদব পরিবারের এই গণ্ডগোল বিহারের রাজনীতিতে অন্য কোনও মাত্রা দিতে পারে বলে মত রাজনৈতিক মহলের।