কলকাতা : কলকাতায় নেতাজি ইন্ডোরের সভায় দাঁড়িয়ে অমিত শাহ অনুপ্রবেশ নিয়ে মমতাকে নিশানা করলেন। বলেন, তৃণমূলের সাংসদ আমাকে লোকসভায় প্রশ্ন করেছিলেন, বিএসএফ কী করছে? আরে মমতাদিদি আমরা আপনার কাছে জমি চেয়েছি। জায়গা দিয়ে দিন। একটা পাখিও আসতে পারবে না।
জেনেশুনে সীমান্তে জায়গা দেন না। কারণ, অনুপ্রবেশ হলে, তবেই তো আপনার ভোটব্যাঙ্ক বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সীমাকে বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছেন। তাঁর আশীর্বাদে অনুপ্রবেশ হচ্ছে।
অনুপ্রবেশ দিদি নয়, পদ্মসরকারই রুখতে পারবে। এও বলেন, বাংলার ভোট শুধু বাংলার ভবিষ্যৎ ঠিক করবে না, বাংলার ভোট দেশের সুরক্ষার সঙ্গে যুক্ত বলেও জানান তিনি।