চিন্তা বাড়াচ্ছে করোনা, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৩,৩৯৫

নয়াদিল্লি : দেশে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ মে পর্যন্ত দেশে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৩৯৫। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। ২২ মে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ছিল মাত্র ২৫৭। ২৬ মে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১০ জন। সেই সংখ্যায় ৩১ মে পর্যন্ত বেড়ে ৩ হাজার ৩৯৫-এ পৌঁছল। গত সপ্তাহের তুলনায় প্রায় ১২০০ শতাংশ বেড়েছে।

যে সমস্ত কোভিড আক্রান্তের খোঁজ মিলছে, সেগুলির অধিকাংশই ৫-৬টি রাজ্যের। কেরল, মহারাষ্ট্র এবং দিল্লিতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। কেরলে এখন সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৬।

গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১৮৯। এর পরই রয়েছে মহারাষ্ট্র। সেখানে সক্রিয় রোগী ৪৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ৪৩টি নতুন সংক্রমণের হদিশ মিলেছে। দেশের রাজধানীতে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭৫। গত ২৪ ঘণ্টায় বেড়েছে ৮১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 6 =