◆ পাঁচ দিনের মধ্যেই সাদা পোশাক ছাড়লেন ভারতের দুই নক্ষত্র
টি২০ আন্তর্জাতিক থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর ঘোষণা করেছিলেন কয়েক মিনিটের ব্যবধানে। টেস্ট থেকে তাঁদের অবসর ঘোষণার মধ্যে ব্যবধান ৫ দিনের। বিরাট কোহলির সিদ্ধান্ত বদলাতে পারল না বিসিসিআই। কোহলি ইতি টানলেন ১৪ বছরের বর্ণময় কেরিয়ারে। ২০১১ সালে টেস্ট অভিষেক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে। শেষ টেস্ট সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রোহিত শর্মার অবসরের পর বিসিসিআই মরিয়াভাবে চেয়েছিল কোহলিকে ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে পেতে। কিন্তু শেষ অবধি তা হলো না। রো-কো জুটি ছাড়াই পাঁচ টেস্টের সিরিজের কঠিন চ্যালেঞ্জ সামলাতে যেতে হবে ভারতকে।
বিরাট ১২৩টি টেস্টে ৯২৩০ রান করেছেন। ৩০টি শতরান ও ৩১টি অর্ধশতরান। কোহলি এখন থেকে শুধু ওডিআই খেলবেন। ফলে অধরাই থেকে যাচ্ছে সচিন তেন্ডুলকরের ১০০টি শতরানের মহাকীর্তি।
২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট শতরান পেয়েছিলেন। শেষ টেস্ট শতরানটি হয়ে থাকল গত বছর পারথে। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ২৭তম টেস্ট শতরান হাঁকিয়েছিলেন কোহলি। এরপর শতরানের খরা চলে বছর চারেক। ২০২৩ সালে আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেন ১৮৬ রানের ইনিংস। ওই বছরেই পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পান ২৯তম টেস্ট শতরান। ৩০তম টেস্ট সেঞ্চুরি পারথে, অজিদের বিরুদ্ধে অপরাজিত ১০০। ইডেনে কোহলির ২টি টেস্ট শতরান রয়েছে। ২০১৭ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০৪ এবং ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৬। ফলে ইডেনে যে শেষ দুটি টেস্ট কোহলি খেলেছেন তার দুটিতেই শতরান রয়েছে। ২০১৯ সালে পুণে টেস্টে কোহলি অপরাজিত ২৫৪ করেছিলেন, যা ব্যক্তিগত সর্বাধিক। সেই সময় টেস্টে তাঁর ব্যাটিং গড় ছিল ৫৫.১০। যদিও বিগত ২ বছরে টেস্টে বিরাটের গড় দাঁড়ায় ৩২.৫৬। তা সত্ত্বেও কোহলির টেস্ট থেকে এখনই অবসরের সিদ্ধান্ত অবাক করল রবি শাস্ত্রী-সহ অনেককেই। কোহলি অবশ্য আবেগঘন বার্তায় বুঝিয়ে দিয়েছেন, অবসরের এটিই সেরা সময়। প্রিয় ফরম্যাটকে বিদায় জানাচ্ছেন হাসিমুখেই। টেস্ট ক্রিকেট যে পরীক্ষা নিয়েছে, যেভাবে তাঁকে তৈরি করেছে, এই ফরম্যাট থেকে যে শিক্ষা অর্জন করেছেন তা আজীবন তাঁর সঙ্গী থাকবে বলেও উল্লেখ করেন কোহলি।
বিরাটের নেতৃত্বে ভারত ৬৮টি টেস্টের ৪০টিতে জিতেছে। ফলে তিনিই টেস্টে দেশের অন্যতম সফলতম অধিনায়ক। কোহলির অধিনায়কত্বে ভারত ১৭টি টেস্টে হেরেছে, ড্র ১১টি। কোহলির টেস্ট কেরিয়ারে সেরা সময় ২০১৬ থেকে ২০১৮। এই সময়কালে তিনি ৩৫টি টেস্টে ৫৮টি ইনিংসে ৩৫৯৬ রান করেছেন। গড় ৬৬.৫৯, ১৪টি শতরান করেছেন। ২০১৬ সালে কোহলির টেস্টে ব্যাটিং গড় ছিল ৭৫.৯৩, ২০১৭ সালে ৭৫.৬৪, ২০১৮ সালে ৫৫.০৮ এবং ২০১৯ সালে ৬৮। বিরাটের অবসরে শূন্যতা তৈরি হল ভারতীয় ক্রিকেটে। হতাশই হলেন ভক্তরা।