ভারত-পাক সীমান্ত উত্তেজনার জন্য বন্ধ হয়ে যাওয়া টাটা আইপিএল ২০২৫-এর বাকি পর্ব ফের চালু হচ্ছে। সোমবার বিসিসিআই (BCCI) এক বিবৃতিতে জানিয়েছে, সরকারের বিভিন্ন বিভাগ, নিরাপত্তা সংস্থা এবং অংশীদারদের সঙ্গে বিস্তৃত পরামর্শের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে ম্যাচগুলি, চলবে ৩ জুন পর্যন্ত। ৬টি স্থানে মোট ১৭টি ম্যাচ আয়োজিত হবে। সূচি অনুযায়ী, দুটি রবিবারে দুটি করে ডাবল হেডার থাকবে।
প্লে-অফের সূচিও নির্ধারিত হয়েছে। ২৯ মে কোয়ালিফায়ার ১, ৩০ মে এলিমিনেটর, ১ জুন কোয়ালিফায়ার ২ এবং ৩ জুন গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। যদিও প্লে-অফের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি, তা পরে জানানো হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “ভারতের সশস্ত্র বাহিনীর সাহস, ত্যাগ এবং অদম্য মনোবলের ফলেই ক্রিকেট আবার ফিরতে পারছে। তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই।” পাশাপাশি বোর্ড জানিয়েছে, তারা জাতীয় স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে টুর্নামেন্টের সফল সমাপ্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।