ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এ বার প্লে-অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। একই পরিস্থিতি গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদেরও। তারাও দৌড়ে নেই। তবে গত কয়েকটি ম্যাচে ধারাবাহিক ভালো পারফর্ম করছে সানরাইজার্স। আজ দিল্লিতে রাউন্ড টু-তে মুখোমুখি গত বারের দুই ফাইনালিস্ট। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল কেকেআর। রাউন্ড টু-তে নাইট রাইডার্স হয়তো তিন মিস্ট্রি স্পিনারকে নামাতে পারেন।
কেকেআর টিমে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের মতো দুই মিস্ট্রি স্পিনার ছিলেনই। রোভম্যান পাওয়েলের জায়গায় টেম্পোরারি পরিবর্ত হিসেবে মধ্যপ্রদেশের শিবম শুক্লাকে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মরসুমের শেষ ম্যাচেও এই স্পিনত্রয়ীকে দেখা যেতে পারে। দু-দলের কাছেই হারানোর কিছু নেই। বরং জয় দিয়েই মরসুম শেষ করার দিকে লক্ষ্য।
সানরাইজার্স শিবিরে একটা বিষয়ে অবশ্য নজর থাকবে মহম্মদ সামি। তাঁকে কেন খেলানো হচ্ছে না, পরিষ্কার নয়। ইমপ্যাক্ট তালিকায় রাখা হচ্ছে। সদ্য ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা হয়েছে। তাতে সামির নাম নেই। ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এখন দেখার, সামিকে খেলানো হয় কি না। দিল্লির পিচে স্পিনাররা সুবিধা পেয়েছে। সানরাইজার্সও বাড়তি স্পিনার খেলাতে পারে।