৫টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা, ভোট হবে ১৯ জুন

নয়াদিল্লি : নির্বাচন কমিশন রবিবার গুজরাট, কেরল, পঞ্জাব এবং পশ্চিমবঙ্গের ৫টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে।

ভোটের তারিখ- ১৯ জুন, ভোট গণনার তারিখ- ২৩ জুন। পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জ, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম, কেরলের নীলাম্বুর ও গুজরাটের কাদি ও ভিসাভাদার – এই ৫টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে আগামী ১৯ জুন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ হবে ১৯ জুন, বৃহস্পতিবার। ফল ঘোষণা হবে সোমবার, ২৩ জুন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২ জুন এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৫ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 6 =