যোগব্যায়াম জীবনযাপনের ধরণ বদলে দেবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : মন কি বাত অনুষ্ঠানে যোগচর্চার সুফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, যোগব্যায়াম জীবনযাপনের ধরণ বদলে দেবে।

রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “‘আন্তর্জাতিক যোগ দিবস’ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। এই উপলক্ষটি আমাদের মনে করিয়ে দেয়, আপনি যদি এখনও যোগব্যায়াম থেকে দূরে থাকেন, তাহলে এখনই যোগব্যায়ামে যোগদান করুন।

যোগব্যায়াম আপনার জীবনযাপনের ধরণ বদলে দেবে। ২০১৫-র ২১ জুন তারিখে ‘যোগ দিবস’ শুরু হওয়ার পর থেকে এর প্রতি আকর্ষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অসংখ্য প্রতিষ্ঠান যোগ দিবসের জন্য নিজেদের প্রস্তুতি ভাগ করে নিচ্ছে। বিগত বছরগুলির ছবিগুলি খুবই অনুপ্রেরণাদায়ক। বিভিন্ন দেশের মানুষ ‘যোগ শৃঙ্খল’ বা ‘যোগ রিং’ তৈরি করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 3 =