কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে।
২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন পর্ষদ সভাপতি। সেই থেকে একাধিকবার শর্তসাপেক্ষে তাঁর জামিন হলেও জেলমুক্তি হয়নি। এবারও ইডির মামলায় হাই কোর্ট জামিন দিলেও আপাতত জেলবন্দিই থাকতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে।
সিবিআইয়ের মামলা থাকায়, এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না বলে খবর।