কলকাতা : খাস কলকাতায় এবার চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ উঠল। গুরুতর আহত আরও একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি কড়েয়ার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সিকান্দর আজম নামে এক ব্যক্তিকে, এমনই দাবি তার পরিবারের। সিকান্দরের পাশাপাশি আরও দু’জনকে মোবাইল চোর সন্দেহে তুলে নিয়ে যায় এলাকার কয়েকজন। অভিযোগ, এরপর বেঁধে রেখে ওই তিনজনকে বেধড়ক মারধর করা হয়। রড, লাঠি, বাঁশ দিয়ে চলে বেপরোয়া মারধর। সিকন্দর আজম নামে ওই ব্যক্তির পায়ে ড্রিল মেশিন চালানো হয় বলেও অভিযোগ তার পরিবারের সদস্যদের। অকথ্য নারকীয় এই অত্যাচারের ঘটনায় শেষমেষ একজনের মৃত্যু হল।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ কলকাতা তপসিয়ার ফ্লেমিং হাসপাতালে মৃত্যু হয়েছে সিকন্দর আজম নামে জখম ওই ব্যক্তির। জানা গিয়েছে, চোর সন্দেহে বেধড়ক মারধর খাওয়া আরও এক ব্যক্তি পার্ক সার্কাসের চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত সিকন্দর আজমের পরিবারের যাবি, ১৫ তারিখ তাঁর স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল।
মোবাইল চোর সন্দেহে ওকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। পুলিশে অভিযোগ জানালেও প্রথমে তাতে আমল দেওয়া হয়নি বলে দাবি নিহতের স্ত্রীর। পরে পুলিশ সিকন্দরকে উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় প্রথমে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছিল সিকন্দরকে। পরে তাকে তপসিয়ার ফ্লেমিং হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
তদন্ত নেমে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করলেও এখনও অধরা অনেকে। দোষীদের ফাঁসির শাস্তির দাবিতে সোচ্চার নিহতের পরিবার।