সাইকেল চালিয়ে ডিপ্রেশন কমানো সম্ভব, এমনই বার্তা দিলেন গাইঘাটার সঞ্জয় বিশ্বাস

সাইকেল চালিয়ে মানষিক ডিপ্রেশন কমানো সম্ভব এমনই বার্তা দিলেন গাইঘাটার যুবক। আত্মহত্যা কোনো সমাধান নয়, এই বার্তা নিয়ে সাইকেল চালিয়ে ২৪ টি রাজ্য ঘুরে আট মাস ১৫ দিন পরে গাইঘাটার নিজের বাড়িতে ফেরেন।বছর ৩২ এর যুবক সঞ্জয় বিশ্বাস।এক সময় কাজ হারিয়ে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন দুবার নিজে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার গুটরী এলাকার বাসিন্দা বছর ৩২ এর যুবক সঞ্জয় বিশ্বাস।পরে এক আত্মীয়র পরামর্শে জানতে পারেন সাইকেল চালালে মানসিক ডিপ্রেশন কমে।সেই মতন সঞ্জয় গতবছর ৩০  আগস্ট নিজের ভাঙাচোরা সাইকেল নিয়ে ভারত ভ্রমণে উদ্দেশ্যহীন যাত্রা শুরু করেন।যুবকের সাইকেল নিয়ে ভ্রমণের উদ্দেশ্য ছিল একটাই মানসিক ডিপ্রেশন কমানো দ্বিতীয় উদ্দেশ্য একসময় নিজে মানসিক দুশ্চিন্তা থেকে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তাই দ্বিতীয় কেউ যেন মানসিক দুশ্চিন্তা থেকে আত্মহত্যার পথ বেছে না নেয় সেটাই প্রচার করেন। তাইতো এই যুবক সাইকেলের পিছনে বড় বড় করে প্লাকার্ডে লিখেছেন, আত্মহত্যা কোনো সমাধান নয়, জীবনে লড়াই করে বেঁচে থাকাই হল আসল জীবন যুদ্ধ।একটা আত্মহত্যা একটা পরিবারকে ধ্বংস করে দেয় আর এই আত্মহত্যার পেছনে থাকে গভীর মানসিক ডিপ্রেশন- তাইতো এই যুবক মানসিক দুশ্চিন্তা মুক্ত করতে বেছে নিয়েছেন সাইকেল।পাশাপাশি এদিন সঞ্জয় বলেন সাইকেল চালালে শুধু মানসিক দুশ্চিন্তা কমে না শারীরিক ব্যায়াম হয় এবং অর্থ খরচ বাঁচানো যায়।সঞ্জয় আরো বলেন, মানসিক দুশ্চিন্তা নিয়েই এক সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আজ ৮ মাস ১৫ দিন পর দুশ্চিন্তামুক্ত এবং ২৪ টি রাজ্যের অনেক মানুষের ভালোবাসা এবং তাদের কাছ থেকে পাওয়া সম্মান নিয়ে বাড়ি ফিরছি।তাই সবাইকে বলব আত্মহত্যা কোনো সমাধান নয় একমাত্র সাইকেল পারে ডিপ্রেশন কমাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =