কুনাল ও পার্থ নিয়ে কিছু বললে না খেয়ে মরবো, এসএসসি সংঘাত প্রসঙ্গে জবাব মদন মিত্রের

ব্যারাকপুর : “আমার মুখও নেই। আমার কাছে পাত্রও নেই। আমি একজন চুনোপুঁটি এমএলএ। এত হাইপ্রোফাইল ব্যাপার নিয়ে আমাকে উত্তর দিতে গেলে, আমি বেচারি না খেয়ে মরবো। এসএসসি নিয়ে পার্থ-কুনালের সংঘাত প্রসঙ্গে এভাবেই খোলামেলা জবাব দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

বৃহস্পতিবার কামারহাটিতে নতুন থানার উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন মিত্র বলেন, ব্রাত্য ছিল, না পার্থ ছিল। তা বিচারাধীন বিষয়। তবে এটুকু বলতে পারি, দুর্নীতিমুক্ত প্রশাসন যিনি দিতে চান। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

মদন মিত্রের সংযোজন, দলের নীতি সবাইকে মানতে হবে। বাবার বাড়িতে খাব, বাবার টাকায় এমএলএ হব। আর বাবার কথা শুনবো না, তা কখনও হয় নাকি। মদনের সোজাসাপটা জবাব, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বাইরে আমি কাউকে বেশি নাম্বার দিই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =