প্রকাশ্যে প্রেমিকা সাবা আজাদের সঙ্গে হৃত্বিক রোশন

এবার প্রকাশ্যে প্রেমিকা সাবা আজাদের সঙ্গে দেখা গেল হৃত্বিক রোশনকে। অনেকদিন ধরেই তাঁদের প্রেম ঘিরে নানা কানাঘুষো ছিল। মঙ্গলবার দুজনকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে।তাও আবার হাতে হাত ধরে। তাদের দুজনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই কটাক্ষের শিকার হতে হয় হৃতিককে। অনেকে লেখেন, মেয়ে নাকি।

হৃতিকের থেকে ১৭ বছরের ছোট সাবা। তবে এসব কটাক্ষকে বিশেষ পাত্তা দিতে নারাজ হৃতিক। সাবার সঙ্গে ভালো সময়ই কাটাচ্ছেন তিনি। শুধু হৃতিকই নয়, সাবার ফ্যান এখন গোটা রোশন পরিবার।

 

উল্লেখ্য, হৃত্বিকের বিশেষ বন্ধু ফারহান আখতার সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী শিবানী দাণ্ডেকরের সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন। বলিউডের গ্রিক গডও কী তাহলে দ্বিতীয় বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − six =