হাওড়া : গড়চুমুকে শুক্রবার রাতে এক হোটেল ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে তাঁর সৎ মা ও সৎ বোনের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে অবাক পুলিশ। ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, গত রাতে আচমকা হোটেলের সামনে এসে দাঁড়ায় ১০-১২টি গাড়ি। তা থেকে নেমে আসেন জনা পঞ্চাশ লোক। হোটেলে ঢুকে মালিককে মারধর শুরু করেন। তারপরই হোটেল মালিককে অপহরণের চেষ্টা হয় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, গড়চুমুক এলাকায় মদন কাঁড়ার নামে এক ব্যবসায়ী দুটি বিয়ে করেছিলেন। প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তানের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। মদন কাঁড়ারের প্রথম পক্ষের চার মেয়ে ও এক ছেলে রয়েছে। আর দ্বিতীয় পক্ষের স্ত্রীর একটি কন্যা রয়েছে।
মদন কাঁড়ারের মৃত্যুর পর গড়চুমুক এলাকায় তাঁর হোটেলটি দেখাশোনা করেন প্রথম পক্ষের পুত্র প্রসেনজিৎ কাঁড়ার। আর ওই হোটেল নিয়ে প্রসেনজিৎ কাঁড়ারের সঙ্গে তাঁর সৎ মা ও সৎ বোনের দীর্ঘদিন বিবাদ চলছে। পুলিশ জানায়, তার জেরেই শুক্রবার রাতের ওই ঘটনা।