মুর্শিদাবাদ : কিস্তির টাকা আদায় করতে গিয়ে ছেলের বন্ধুর হাতে আক্রান্ত হয়ে মারা গেলেন মধ্য বয়সী এক ব্যক্তি। মৃতের নাম আসগার শেখ (৫২)। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় ফরাক্কার আছুয়া গ্রামে। ছেলের বন্ধু রেহেসান আলি সময় মতো কিস্তির টাকা না দেওয়ায়, সেই টাকা আদায় করতে গেলে রেগে গিয়ে রেহেসান আলি হাঁসুয়া, লাঠি ও রড নিয়ে তার বন্ধুর বাড়িতে চড়াও হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে ছেলের বন্ধুর হাতে মৃত্যু হল বাবা আসগর শেখ-এর। গুরুতর জখম আরও তিন জন।
ঘটনায় জানা গেছে, দীর্ঘদিন ধরেই আসগর শেখের ছেলে এবং প্রতিবেশী রেহেসান আলির বন্ধুত্ব ছিল। প্রায় ছ’মাস আগে রেহেসানের অনুরোধে নিজের নাম-ঠিকানা ব্যবহার করে একটি স্মার্টফোন কিস্তিতে কিনে দেন আসগরের ছেলে। কিন্তু রেহেসান সেই কিস্তির টাকা সঠিক সময়ে দিচ্ছিল না। শুক্রবার ফের কিস্তির টাকা চাইতে গিয়েছিল আসগর শেখের ছেলে। অভিযোগ, তাতেই দুজনের মধ্যে তর্ক, মারামারি শুরু হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে রেহেসানের হামলার শিকার হন আসগর শেখ। বেধড়ক মারধরের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও তিনজন।
ঘটনার তদন্তে নেমেছে ফরাক্কা থানার পুলিশ। অভিযুক্ত রেহেসান ও তার পরিবারের সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকায় উত্তেজনা ছড়ানোয় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।