কাটোয়া : পূর্ব বর্ধমানের কাটোয়ায় বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হল একজনের। গুরুতর জখম ৩ জন। শুক্রবার রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে কাটোয়ার রাজুয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে শুক্রবার রাতে বোমা বাঁধার কাজ হচ্ছিল।
এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার সময়েই বিস্ফোরণ হয়। যার ফলে কেঁপে ওঠে গোটা গ্রাম। ওই পরিত্যক্ত বাড়ির পাঁচিল ভেঙে পড়ে, উড়ে যায় টালির চাল।
বিস্ফোরণের শব্দ শুনেই ওই পরিত্যক্ত বাড়ির দিকে ছুটে যান এলাকার বাসিন্দারা। তখনই তারা দেখতে পান, ওই পরিত্যক্ত বাড়ি থেকে কয়েকজন ছুটে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। মৃত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। যদিও তার নাম পরিচয় জানা যায়নি। জখম অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম তুফান চৌধুরী। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী বলেন, পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।