বর্ণবাদের অভিযোগ থেকে গ্রেম স্মিথকে অব্যাহতি দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড

বর্ণবাদের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রাক্তন ডিরেক্টর এবং দলের প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। অব্যাহতি দিয়েছে বোর্ডের সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশান-বিল্ডিং কমিশন। গ্রেম স্মিথের বিরুদ্ধে অভিযোগ, ভালো পারফরম্যান্সের পরেও জাতীয় দলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের তিনি কোনওভাবেই অগ্রাধিকার দিতে চান না। বলা ভালো, জাতীয় দলে অশ্বেতাঙ্গ ক্রিকেটারের প্রবেশের ক্ষেত্রে স্মিথের বিরুদ্ধে অভিযোগ করেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এক সদস্য। অভিযোগ খতিয়ে দেখতে গঠিত হয় তদন্ত কমিটি। কমিটি এই ক্রিকেটারের বিষয়ে দাখিল করা রিপোর্টে বলেছে, এমন কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, যার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যেতে পারে, যে স্মিথ বর্ণবাদ সমর্থন করেন। এটাও কোনও অবস্থাতেই বলা যায় না যে, স্মিথ মনে প্রাণে বিশ্বাস করেন জাতীয় দলে নেতৃত্ব দেওয়ার অধিকার একমাত্র শ্বেতাঙ্গদের আছে। অর্থাৎ, নেতৃত্বের প্রশ্নে জাতীয় দলে অশ্বেতাঙ্গদের প্রবেশে আপত্তি রয়েছে স্মিথের, তাও জোর দিয়ে বলা সম্ভব নয়। রিপোর্ট এও বলছে, প্রাক্তন এই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ২০১৯ সালে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মার্ক বুচারকে বেছে নিয়েছিলেন। এই নির্বাচনের ক্ষেত্রে বর্ণবাদ কাজ করেছে। এই অভিযোগও সত্যি নয়।

গত ডিসেম্বরে সোশ্যাল জাস্টিস অ্যান্ড নেশন-বিল্ডিং স্মিথের বিরুদ্ধে ২৩৫ পাতার একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেন। সেই রিপোর্ট দাখিল হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছিল, স্মিথের বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগ কী সত্যি বলে প্রমাণিত হবে? তদন্ত কমিটির রিপোর্ট স্মিথকে স্বস্তি দেওয়ায় তিনি যেমন খুশি, খুশি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + six =