রাজ্যপাল বোস সম্পূর্ণ সুস্থ, হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন

কলকাতা : বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ। তবে কিছুদিন কাজের চাপ কম রাখতে হবে।

গত ২২ এপ্রিল থেকে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যপাল বোস। ২৪ দিনের মাথায় এই হাসপাতাল থেকে ছুটি রাজ্যপালের। সূত্রের খবর, বৃহস্পতিবার মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছেন,এদিনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর শরীরে রক্তে অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ। তাঁর রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রাও স্বাভাবিক রয়েছে। তবে পরবর্তী শারীরিক পরীক্ষা না হওয়া অবধি কম কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২২ এপ্রিল বাম কাঁধে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বোস। সেদিন পরিদর্শনে গিয়েছিলেন তিনি। অতিরিক্ত কাজের চাপে অসুস্থ বোধ করেন। বাম কাঁধে ব্যথা ও বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, হৃদযন্ত্রে সামান্য সমস্যা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + eight =