শ্রীনগর : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর সফরে গেছেন। সেখান থেকে জঙ্গি ও জঙ্গিদের আশ্রয়দাতা দেশের উদ্দেশে কড়া বার্তা দিলেন তিনি।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, অপারেশন সিঁদুরের সাফল্য পাকিস্তানে লুকিয়ে থাকা জঙ্গি সংগঠন এবং তাদের মূল পরিকল্পনাকারীদের কাছে স্পষ্ট করে দিয়েছে যে তারা কোথাও নিরাপদ নয়। তারা এখন ভারতীয় বাহিনীর লক্ষ্যবস্তু।
বিশ্ব জানে যে আমাদের বাহিনীর লক্ষ্য অভ্রান্ত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্প এতটাই দৃঢ় যে আমরা তাদের পরমাণু হুমকির পরোয়াও করিনি। সমগ্র বিশ্ব দেখেছে যে, পাকিস্তান কত দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে পরমাণু হুমকি দিয়েছিল।