কলকাতা : সময়সীমা পেরনোর আগেই সরকারের তরফে আন্দোলনাকারী শিক্ষক-শিক্ষিকাদের আলোচনায় বসার বার্তা দেওয়া হল। সোমবার দুপুরেই বিকাশ ভবনে বৈঠকের প্রস্তাব দিয়েছে রাজ্য। বৈঠকে যেতে পারেন আন্দোলনকারী চাকরিহারাদের ৬ সদস্য।
আলোচনার জন্য সোমবার পর্যন্তই সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন এসএসসি-র চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সূত্রের খবর, প্রস্তাবিত বৈঠকে থাকতে পারেন চাকরিহারাদের ৬ জন প্রতিনিধি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু না থাকলেও চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এই বৈঠকে থাকবেন রাজ্যের শিক্ষাসচিব।
চাকরিহারাদের দাবি, “আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার। আমাদের চাকরি যাওয়ার দায় সরকারকেই নিতে হবে। আমাদের চাকরি ফেরাতেও যাবতীয় ব্যবস্থা সরকারকেই করতে হবে।” এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ৩১ মের মধ্যে নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিতে হবে সরকারকে। তবে চাকরিহারাদের দাবি, তাঁরা নতুন করে পরীক্ষায় বসতে চান না।

