কলকাতা : সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন চাকরিহারা শিক্ষকদের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। তাঁরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুপ্রিম কোর্টে পৃথক মামলা দায়েরের লক্ষ্যে।
প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, তাঁদের মামলার মূল উদ্দেশ্য হল:
1. ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ কপি প্রকাশের দাবি।
2. সুপ্রিম কোর্ট কর্তৃক ইতিমধ্যে অযোগ্য হিসেবে চিহ্নিত প্রার্থীদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ প্রদান।
এই মামলার পাশাপাশি, প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতি ভবন এবং সংশ্লিষ্ট সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছেন, যাতে তাঁদের দাবি ও সমস্যাগুলি সরাসরি তুলে ধরা যায়।
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট ‘র্যাঙ্ক জাম্প’ করে নিযুক্ত হওয়া শিক্ষকদের আবেদন খারিজ করে দিয়েছে এবং তাঁদের পুনরায় পরীক্ষায় বসার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । এছাড়াও, ওএমআর শিটের সঙ্গে নম্বরের গরমিল থাকা প্রার্থীদের আবেদনও আদালত খারিজ করেছে ।
এই প্রেক্ষাপটে, চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে পৃথক মামলা দায়েরের মাধ্যমে তাঁদের দাবি আদায়ের জন্য দিল্লি গমন করেছেন।