আর জি কর থেকে সরানো হল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রীকে

কলকাতা : আর জি কর মেডিক্যাল কলেজ থেকে বদলি করা হল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে। মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কাজ করতেন তিনি। এ বার থেকে বেলেঘাটার আইডি হাসপাতালে ওই পদেই কাজ করবেন সঙ্গীতা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বাস্থ্যভবন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে দীর্ঘ দিন ধরে ছুটিতে ছিলেন সঙ্গীতা। এ বার নতুন কাজের জায়গায় যোগ দেবেন তিনি। আর জি কর হাসপাতালে আর্থিক তছরুপের মামলায় সন্দীপ এখন জেলে রয়েছেন। তবে তাঁর স্ত্রীর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।

আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপবাবুকে ‘শোন অ্যারেস্ট’ করে সিবিআই। ওই মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে আর্থিক দু্র্নীতির মামলায় এখনও জেলবন্দি তিনি।

সন্দীপবাবুর বাড়িতে হানা দিয়েছিল ইডিও। সে সময় সন্দীপের পাশাপাশি তাঁর স্ত্রীর সম্পত্তি সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। ইডির তরফে জানানো হয়েছে, সে দিনের তল্লাশিতে তারা জানতে পেরেছিল যে, সন্দীপবাবু এবং তাঁর স্ত্রী সঙ্গীতা রাজ্য সরকারের কাছ থেকে যথাযথ অনুমোদন ছাড়াই দু’টি সম্পত্তি কিনেছিলেন।

এর পর ২০২১ সালে সঙ্গীতার নামে সন্দীপবাবু আরও একটি সম্পত্তি কিনেছিলেন, যেটির যথাযথ অনুমোদন ছিল তাঁদের কাছে। যদিও আর্থিক দুর্নীতির মামলায় সঙ্গীতার নাম কখনও জড়ায়নি। এ বার সঙ্গীতাকে আর জি কর হাসপাতাল থেকে অন্য হাসপাতালে বদলি করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + nineteen =