কলকাতা : ‘ডিজিপির মতো একজন সিনিয়র অফিসারকে আমরা শেখাতে চাই না কীভাবে থানা চালাতে হবে।’
বিভিন্ন থানায় সিসিটিভি কার্যকর না থাকায় রাজ্য পুলিশের প্রধানের (ডিজিপি) উদ্দেশে বৃহস্পতিবার এই মন্তব্য করেছে প্রধান বিচারপতির বেঞ্চ।
বিভিন্ন সময়ে থানায় বন্দির অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতদের বাড়ির সদস্যরা এবং মানবাধিকার রক্ষার একাধিক সংগঠন এসব নিয়ে সরব হয়েছে। আদালতেও গড়িয়েছে এই বিষয়ক কিছু অভিযোগ। কিন্তু প্রায় কোনও ক্ষেত্রে পুলিশকর্মীর শাস্তি হয়নি।
প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, প্রত্যেক থানায় সিসিটিভি যাতে সক্রিয় থাকে এবং প্রয়োজনে কাজে লাগে সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। সাপ্তাহিক রিপোর্ট তৈরি করতে বলেন বিচারপতিরা। পাশাপাশি রেকর্ডিং এবং তথ্য সংরক্ষণের পদ্ধতিগুলি ঠিকমতো কাজ করছে কি না তা দেখার নির্দেশ দিয়েছেন।
যদি কোনও থানা সিসিটিভি সংক্রান্ত নিয়মাবলি অমান্য করে সেক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।