নয়াদিল্লি : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সব সীমা পার করে যাচ্ছে বলে তিরস্কার করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ তামিলনাড়ুতে আবগারি দুর্নীতির মামলায় ইডি-র তল্লাশি অভিযান প্রসঙ্গে এ কথা বলে। মার্চ মাসে এবং গত সপ্তাহে তামিলনাড়ুর সরকারি মদের দোকানগুলিতে অভিযান চালায় ইডি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইডি-কে তার সক্রিয়তা থামিয়ে রাখতে বলেছে শীর্ষ আদালত।
‘তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন’ (তাসম্যাক)-এর বিরুদ্ধে ওঠা প্রায় এক হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার সম্প্রতি ইডির হাতে তুলে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। এর পরেই সংস্থাটির দফতরে হানা দেয় তদন্তকারী সংস্থা। ইডি-র দাবি, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন সেখানকার আবগারি দফতর পরিচালনা করে। এর বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলানাড়ু সরকার। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতি গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে।
শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, ‘‘একটা সংস্থার বিরুদ্ধে কী করে মামলা দায়ের হতে পারে? কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত ছিল। একটা সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা! আপনাদের ইডি সমস্ত সীমা ছাড়াচ্ছে।’’ শুধু তা-ই নয়, ইডির তদন্তেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।