পশ্চিম মেদিনীপুর : শনিবার সাতসকালে দুর্ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সকালে ডেবরার ধামতোড় গোলা এলাকায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি রড বোঝাই ট্রাককে ধাক্কা মারে।
তারপর পাশের দোকান ভেঙে দিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডাম্পারটির চালক। কীভাবে নিয়ন্ত্রণ হারালো ডাম্পারটি, তা এখনও জানা যায়নি।