পটনা : বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের গাড়িবহরে (কনভয়ে) ট্রাকের ধাক্কার ঘটনা নিয়ে রাজ্য-রাজনীতি সকাল থেকেই সরগরম। ঘটনাটি হয়েছে শুক্রবার গভীর রাতে।
এই ঘটনায় আরজেডি নেতার আঘাত লাগেনি। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা বিহার পুলিশের তিন জওয়ান আহত হয়েছেন বলে খবর। লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী পরে অভিযোগ করেন, এটা নিছক দুর্ঘটনা নয়। তাঁকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল।
সকাল থেকে ষড়যন্ত্রের অভিযোগে মুখর আরজেডি নেতারা। পাল্টা বিজেপি ও জেডিইউয়ের বক্তব্য, আরজেডি নেতা ষড়যন্ত্রের কথা বলে মানুষের মন ভেজাতে চাইছেন। দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করে ভোটের বাজার গরম করতে চাইছেন।