ট্রেন্ডিংয়ে হঠাৎ করে নায়ক, বিরাটের নামে থানায় অভিযোগও!

যাঁকে ঘিরে এত আকুলতা, তাঁকেই কি না দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়! বিশ্বাস হোক আর নাই হোক, বিরাট কোহলি এখন ট্রেন্ডিংয়ে। ট্রেন্ডিংয়ে তিনি বরাবরই থাকেন। কিন্তু এমন ট্রেন্ডিংয়ে এর আগে কখনও দেখা যায়নি তাঁকে। এক্স হ্যান্ডলে ট্রেন্ডিং চলছে যা, তার সারমর্ম । প্রথম আইপিএল খেতাব জেতার পর বেঙ্গালুরুতে ট্রফি প্যারেড করেছিল আরসিবি। চিন্নাস্বামী স্টেডিয়ামে হয়েছিল সেলিব্রেশন। সেখানেই ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনা। ১১ জন মারা গিয়েছেন পদপিষ্ট হয়ে। আহত অসংখ্য। তারই জেরে বিরাটকে নিয়ে চলছে ট্রেন্ডিং।

শুধু ট্রেন্ডিং নয়, বিরাটের নামে বেঙ্গালুরুর কাবন পার্ক থানায় হয়েছে অভিযোগও। এইচএম ভেঙ্কটেশ নামের এক সমাজকর্মী এই অভিযোগ করেছেন। এই ভেঙ্কটেশই এর আগে বিরাটের পাব নিয়েও থানায় অভিযোগ করেছিলেন বিরাটের বিরুদ্ধে। এ দিন সকালেই নিখিল সোসালে নামের এক আরসিবি কর্মীকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। চিন্নাস্বামীর ঘটনা ক্রমশ জটিল হয়ে উঠছে বলে মনে করছেন অনেকে।

২০০৮ সালে আরসিবিতে যোগ দিয়েছিলেন বিরাট কোহলি। তরুণ ক্রিকেটার যখন তিনি, তখন থেকেই স্বপ্ন ছিল, একদিন আইপিএল জিতবেন। কিন্তু সে স্বপ্ন গত ১৭ বছরে পূরণ হয়নি। তরুণ থেকে ধীরে ধীরে তারকা হয়ে গিয়েছেন বিরাট। হয়ে উঠেছেন কিং কোহলি। সেই তাঁর এতদিনে স্বপ্নপূরণ হল। স্বাভাবিক ভাবেই প্রথম আইপিএল জয় নিয়ে বিরাটের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ম্যাচের একেবারে শেষ দিকে তাঁকে কাঁদতেও দেখা যায়।

খেতাব জয়ের পর দিন বিকেলে আরসিবির তরফে যে কারণে ট্রফি সেলিব্রেশন রাখা হয়েছিল। সেখানেই মারা গিয়েছেন ১১জন। ওই ঘটনার পর অভিযোগ ওঠে, কেন সেলিব্রেশন বন্ধ করে দেওয়া হল না। বিরাটকে নিয়েও কেউ কেউ অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, বিরাট কেন এই বিষয় নিয়ে মুখ খুললেন না। তিনি অবশ্য আরসিবির তরফে করা শোকবার্তা শেয়ার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =