সরকারের ওপর ভরসা রাখা উচিত, বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিলীপের

কলকাতা : সরকারের ওপর ভরসা রাখা উচিত, বিরোধীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও-স্তরের আলোচনা প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, “আমাদের সরকারের ওপর আস্থা রাখা উচিত; যে কোনও পদক্ষেপের প্রয়োজন হলে, সরকার তা গ্রহণ করবে। বিরোধী দলনেতা হিসেবে, তিনি (রাহুল গান্ধী) সংসদের বিশেষ অধিবেশনের দাবি করতেই পারেন। সরকার যদি মনে করে, বিশেষ অধিবেশনের প্রয়োজন, তাহলে তাঁরা অবশ্যই তা করবে।”

সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আরও বলেন, “উদ্দেশ্য ছিল পহেলগামের ঘটনার প্রতিক্রিয়া দেওয়া এবং পাকিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী কার্যকলাপের কড়া জবাব দেওয়া। যে নির্দিষ্ট স্থান থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত হচ্ছিল, সেগুলিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে এবং তাও সফলভাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্র্যাক রেকর্ডের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। জনগণও কড়া পদক্ষেপ প্রত্যাশা করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =