হাওড়া : রবিবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে গ্রামীণ হাওড়া থেকে ১৯২ কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ। সোমবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে এই বিষয়ে।
জানানো হয়েছে, ১১ মে রাত ৯টা থেকে জেলা জুড়ে হঠাৎ করে নাকা চেকিং অভিযান শুরু হয়। সেই অনুযায়ী হাওড়া রুরাল ট্রাফিক বিভাগ এবং রাজাপুর থানার অফিসারদের যৌথ উদ্যোগে পাঁচলা বউরিয়া মোড়ে একটি নাকা পয়েন্ট স্থাপন করা হয়।
অভিযান চলাকালীন, একটি টয়োটা ফর্চুনার এবং একটি মাহিন্দ্রা থার গাড়িকে আটক করা হয়। তল্লাশির সময় গাড়ি দুটির ভিতর থেকে মোট ১৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে:
১. সমীরঞ্জন নায়েক (২৮ বছর)
পিতা – প্রফুল্ল নায়েক
গ্রাম – বাগমারী, ডাকঘর – পুঙ্গারিশি, থানা – বাগমারী, জেলা – খোরদা, ওড়িশা
২. সন্তোষ নায়েক (৩৫ বছর)
পিতা – সদাশিব নায়েক
গ্রাম – দয়াপুর, থানা – খোরদা, জেলা – খোরদা, ওড়িশা
৩. সরোজ মহানা (৩৭ বছর)
পিতা – গুরুবারি মহানা
গ্রাম – দামনা, ডাকঘর ও থানা – চন্দ্রশেখরপুর, জেলা – খোরদা, ওড়িশা
৪. সৌম্য রঞ্জন সাহু (৩০ বছর)
পিতা – সুকান্ত সাহু
গ্রাম – দামনা, ডাকঘর ও থানা – চন্দ্রশেখরপুর, জেলা – খোরদা, ওড়িশা
ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তরফে।