মুখ্যমন্ত্রীকে অসংসদীয় মন্তব্যে দুঃখপ্রকাশ দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অসংসদীয় মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
বুধবার সকালে বর্ধমানের টাউনহলে প্রাতর্ভ্রমণে বের হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, ‘আমার বক্তব্য নিয়ে বির্তক প্রথমবার নয়। যে ভনিতা করে, অন্যায় করে তার সামনে বলি। এবার আমি যা বক্তব্য রেখেছি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব¨্যােপাধ্যায়ের সম্বন্ধে। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত ঝগড়া নেই, কোনও ক্লেশ নেই। কোনও দুর্ভাবনা নেই। কিন্তু উনি যে রাজনৈতিক বক্তব্য বার বার দিয়েছেন। মানুষকে বিভ্রান্ত করেছেন আমি তার বিরুদ্ধে বলেছি এবং প্রশ্ন করেছি ও প্রতিবাদ করেছি। আমার ভাষার শধচয়ন নিয়ে অনেকের আপত্তি আছে, আমার পার্টির আপত্তি আছে। অন্যরাও বলেছে। যদি তাই হয়, তা হলে আমি দুঃখিত।’
তাঁর দাবি, ‘আমার প্রশ্ন হচ্ছে তাঁরই পার্টির এক নেতা, তাঁরই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার বিধায়ক দলের নেতাকে, তাঁর পরিবারকে, তাঁর বাবাকে এর থেকেও খারাপ ভাষায়, কুরুচিকর ভাষায় আক্রমণ করবে। সেখানে কেন তাঁর বিরুদ্ধে কিছু বলছে না। টিএমসি কোনও ব্যবস্থা নিচ্ছে না। কেউ কিছু বলছে না। শুভেন্দু অধিকারীর বাবা একজন বাংলার বর্ষীয়ান রাজনীতিবিদ। তাঁকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী পুরুষ বলে অপমান করা হবে। তার কোনও সম্মান নেই। একজন মহিলা যা খুশি বলবেন। কেবল মহিলা কার্ড ব্যবহার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছি।’
বুধবার বর্ধমানের টাউন হলের মাঠে বেশ কয়েকজন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দিলীপ ঘোষ হাঁটেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তারপর তিনি চায়ে পে চর্চায় অংশ নেন। তিনি জেতার বিষয়ে চরম আশাবাদী। তিনি বলেন, ‘হাওয়া ঘুরছে। এতেই বোঝা যাচ্ছে ভোটের ফল কী হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + sixteen =