কলকাতা : মুখ্যমন্ত্রীর আগের ঘোষণা অক্ষরে অক্ষরে মেনে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিশেষ স্কিমে ভাতার সিদ্ধান্ত গ্রহণ করা হল।
পরে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনিবার্য পরিস্থিতিতে বেতন বন্ধ হয়ে যাওযায় রাজ্যের শ্রম দফতরের আওতায় ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলি হুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি স্কিমে’ ২০২৫ পয়লা এপ্রিল থেকে প্রতি মাসে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের যথাক্রমে ২৫,০০০ ও ২০,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে।
নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ২৬ হাজার মানুষ কর্মহারা। এদের মধ্যে শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অতিরিক্ত কোনও সময় দেয়নি আদালত।
এ ব্যাপারে গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের আগেই বরাভয় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।