দক্ষিণ দিনাজপুর : এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে সোমবার এক মহিলাকে নিয়ে তপন থানার অধীনে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্ত মৌমিতা তাঁর বাপের বাড়িতে সাদ্দাম নামে ওই যুবককে নিয়ে খুন করে একটি দেওয়ালে পুঁতে দেয়। রবিবার জেরায় ভেঙে পড়ার পর মৌমিতা এই স্বীকারোক্তি করে। তখনই তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, মৃতের দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত কারণেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে আর কোনও কারণ রয়েছে কিনা এই ঘটনার পিছনে, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। মৌমিতা ছাড়া আর কেউ সাদ্দামের খুনের ঘটনায় যুক্ত কিনা, তাও জানার জন্য তদন্ত করছে পুলিশ।