কলকাতা : দলীয় কর্মীকে খুনের চেষ্টার মামলায় সাজা প্রাপ্ত ১২ জন তৃণমূল নেতা–কর্মীর শর্তাধীন জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের ২৬ নম্বর কক্ষে ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বার রশিদির এজলাসে মামলাটির শুনানি হয়।
এদিন সাজাপ্রাপ্তদের পক্ষের আইনজীবী শেখর বসু জামিনের পক্ষে সওয়াল করেন। বিচারপতিরা অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। তবে এখনই জেলমুক্তি ঘটছে না ওই ১২ জনের।
আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় সাজাপ্রাপ্ত ১২ জনের অস্থায়ী জামিন মঞ্জুর করা হয়েছে। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জমা দিতে হবে। মাসে একদিন বর্ধমান সিজেএম আদালতে হাজিরা দিতে হবে। হাইকোর্টের নির্দেশের নথি বর্ধমান সিজেএম আদালতে জমা দিয়ে পাকাপোক্ত জামিন নিতে হবে। সিজেএম জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিলে তবেই জেল থেকে ছাড়া পাবেন ওই ১২ জন সাজাপ্রাপ্ত।