কলকাতা : কসবা ল’ কলেজ গণধর্ষণকাণ্ডে বিজেপির তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দলের তরফে জানানো হয়েছে, তদন্ত কমিটি শীঘ্রই ঘটনাস্থলে যাবে। তদন্তের রিপোর্ট জমা দেবে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।
কমিটির সদস্যরা হলেন -প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং মুম্বইয়ের প্রাক্তন পুলিশ আধিকারিক সৎপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিনাক্ষী লেখি, লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্র।
প্রসঙ্গত, শুক্রবার সকালে কসবার আইন কলেজে তরুণীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, গত ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবারই কসবা থানায় তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে ওই তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়। বয়ান রেকর্ড করা হয় সাক্ষীদের।
এর পর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। বুধবার সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের সামনে থেকে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। রাত সাড়ে ১২টা নাগাদ তৃতীয় অভিযুক্ত ধরা পড়েন। শুক্রবার রাতে ধরা হয় কলেজের রক্ষীকে। মূল অভিযুক্তর সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে।