চেন্নাই : মুম্বই থেকে চেন্নাইগামী একটি এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ঘটনাটি ঘটে মধ্যরাতে। ৬ জন ক্রু সদস্যসহ ১৫৪ জন যাত্রী ছিল সেই উড়ানে । বিমানটি মূলত রাত ১১টায় ছাড়ার কথা ছিল।
বিমান চালক ইঞ্জিনে সমস্যা দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে মুম্বই এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) এর সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত বিমানটিকে ঘুরিয়ে মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
পরে ইঞ্জিনিয়ারদের একটি দল বিমানটি পরিদর্শন করেন, কিন্তু তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করতে পারেননি। আটকে পড়া যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে স্থানান্তরিত করা হয়। এয়ার ইন্ডিয়া একটি বিকল্প বিমানের ব্যবস্থা করে শনিবার ভোর ৪:৩৫ টায় মুম্বই থেকে ফের যাত্রা শুরু করে । এবং ভোর ৬:০৫ টায় চেন্নাই বিমানবন্দরে পৌঁছায়।