বিশ্বচ্যাম্পিয়ন তৃষা-বৈষ্ণবীদের ৫ কোটি টাকার পুরস্কার দিচ্ছে বিসিসিআই

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই নিয়ে দ্বিতীয় বার আইসিসি মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ খেতাব এল ভারতীয় শিবিরে ।
বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় টিমের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই তৃষা, বৈষ্ণবীদের ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেবে বলে ঘোষণা করেছে। বোর্ডের সভাপতি রজার বিনি এক বিবৃতিতে ভারতীয় মহিলা চ্যাম্পিয়ন টিমের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। অপরাজিত থেকে খেতাব জয়ের কথা আলাদা করে উল্লেখ করেছেন তিনি।

শুধু ক্রিকেটারদের কথাই বিসিসিআই সভাপতি রজার বিনি বলেননি, একইসঙ্গে টিমের কোচ, সাপোর্ট স্টাফদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, ‘অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে ভারতের মেয়েরা। আইসিসি মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জেতার জন্য আমাদের মেয়েদের টিমের সকলকে শুভেচ্ছা জানাই। পরপর দু’বার চ্যাম্পিয়ন হল ভারত। এই জয় দলের সকলের নিষ্ঠা, লড়াই করার ক্ষমতা ও বিশ্ব পর্যায়ে দাপট দেখিয়ে দিল।’

আইসিসি মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন তৃষা গোঙ্গারি। ফাইনাল ম্যাচের সেরাও তিনি। এ বার টুর্নামেন্টে ৭টি ম্যাচে ৩০৯ রান ও ৭টি উইকেট নিয়েছেন তিনি। তৃষা গোঙ্গারিই মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার, যিনি সেঞ্চুরি করেছেন। এই কীর্তি আর কারও নেই। টুর্নামেন্টের ফাইনালে ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তিনি। সঙ্গে নেন ৩টি উইকেট। মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারী বোলার হয়েছেন বৈষ্ণবী শর্মা। তিনি ৬টি ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন। সঙ্গে রয়েছে এক ম্যাচে হ্যাটট্রিকও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 9 =