হাওড়া : সরস্বতী পুজোর দিন হাওড়ায় ইভটিজিংয়ের অভিযোগ। রামরাজাতলার একটি গার্লস স্কুলের সামনে সোমবার দুপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক ছাত্রীর বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো তিন যুবকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে রামরাজাতলার একটি গার্লস স্কুলে সরস্বতী পুজো দেখতে এক ছাত্রী বাবাকে সঙ্গে নিয়ে যায়। সেই সময় তিনজন একটি বাইকে চেপে গার্লস স্কুলের সামনের রাস্তায় ঘোরাঘুরি করছিল।
অভিযোগ, তারা ছাত্রীদের উত্যক্ত করছিল। ওই ছাত্রীটির উদ্দেশেও কটূক্তি করা হয় বলে অভিযোগ। ছাত্রীর বাবা প্রতিবাদ করায় তাঁর মাথা ফাটিয়ে দেয় অভিযুক্তেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্তদের মধ্য দু’জনকে আটক করা হয়েছে। তৃতীয় অভিযুক্ত পলাতক। তার খোঁজ করছে পুলিশ।