হুগলি : ডানকুনি থেকে গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশি নাগরিক। শনিবার তাঁকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। অভিযোগ, ৩ মাসের টুরিস্ট ভিসায় বাংলাদেশ থেকে ভারতে এসে মেয়াদ পেরনোর পরেও তিনি ভারতেই বসবাস করছিলেন।
ধৃতের নাম মহম্মদ সাহাদত হোসেন। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা ওই ব্যক্তি ২০২০ সালে ভারতে আসেন টুরিস্ট ভিসায়। তিন মাসের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতেই থেকে যান তিনি। ডানকুনির মনোহরপুরে একটি ভাড়া বাড়িতে থাকতেন সাহাদাত হোসেন। দিনমজুরের কাজ করতেন।
গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। শনিবার তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয়। বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের সঙ্গে কতজন অবৈধভাবে এদেশে ঢুকেছে, বাংলাদেশি নাগরিকের সঙ্গে এপারের কাদের যোগাযোগ রয়েছে – এসব এখন তদন্তের আওতায়।