মুম্বই : শনিবার আইসিস স্লিপার সেলের দুই সদস্যকে মুম্বই থেকে গ্রেফতার করল এনআইএ। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধরা হয়ে তাদের। ধৃতদের নাম আবদুল্লা ফাইয়াজ শেখ ওরফে ডাইপারওয়ালা এবং তালহা খান। তারা দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল ইন্দোনেশিয়ায়।
এনআইএ সূত্রের খবর, ধৃতরা ২০২৩ সালে পুনেতে আইইডি বিস্ফোরক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজে যুক্ত ছিল। আইসিস স্লিপার সেলের সঙ্গে যুক্ত ধৃত দুই যুবক ভারত জুড়ে বড় নাশকতার পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশের কাছে সেই খবর পৌঁছতেই ধরা পড়ার ভয়ে তারা দেশ থেকে পালিয়ে যায়।
মাস খানেক তারা গা ঢাকা দেয় ইন্দোনেশিয়ার জাকার্তায়। এর পর বছর দুই বাদে ভারতে ফেরার পরিকল্পনা করে তারা। গোপন সূত্রে সেই খবর পেয়ে মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২-র সামনে ফাঁদ পাতে পুলিশ। সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, ২০২৩ সালে জামিন অযোগ্য ধারায় ধৃত দুই যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এমনকী, তাদের ধরিয়ে দিলে পুরস্কার হিসেবে নগদ তিন লক্ষ টাকা দেওয়ার ঘোষণা হয়েছিল। কিন্তু তারা অন্য দেশে গা ঢাকা দেওয়ার জন্য গ্রেফতার করা যায়নি।