কলকাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে বৃহস্পতিবার রাজ্যে আসছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর চূড়ান্ত সফর সূচি এখনো পাওয়া যায়নি। তবে চার তারিখ রাতেই তার রাজ্যে আসার কর্মসূচি থাকলেও তা পরিবর্তিত হয়ে ৫ তারিখ তিনি রাজ্যে আসছেন। রাজ্য সভাপতি বলেন, এরাজ্যে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন। উত্তরবঙ্গে পৌঁছে একটি সরকারি অনুষ্ঠান এবং পরে দলীয় জনসভায় যোগ দেবেন। আগামী ৬ তারিখ শাহ কলকাতায় দলের নেতাকর্মীদের নিয়ে জরুরি সাংগঠনিক বৈঠক করবেন। বৈঠকে বিজেপির এরাজ্যের সাংসদ বিধায়ক এবং জেলা সভাপতিরা উপস্থিত থাকবেন।
এদিকে উত্তরবঙ্গকে পৃথক করার যে দাবি উঠেছে সেই দাবিকে উসকে দিতেই স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গে যাচ্ছেন বলে যে অভিযোগ উঠেছে, তার উত্তরে সুকান্ত বাবু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র উত্তরবঙ্গে নয় দক্ষিণবঙ্গেও আসবেন। তবে উত্তরবঙ্গের মানুষের পাশাপাশি দক্ষিণবঙ্গের মানুষও বিভিন্নভাবে বঞ্চিত বলে তিনি দাবি করেন।